নিজস্ব প্রতিবেদক:
ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে কক্সবাজারের ঈদগাঁও নদীর বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে ১০-১২ টি গ্রাম। বন্যায় পানিবন্দী হাজার হাজার মানুষের মাঝে দেখা দিয়েছে প্রাকৃতিক বিপর্যয়।
এমন পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছে শতশত পরিবারের হাজারো নারী-পুরুষ। কঠিন মুহুর্তে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রি পৌঁছে দিয়েছে জাতীয়তাবাদী দল- বিএনপি।
কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নির্দেশে বন্যাদুর্গত এলাকায় শুকনো খাবার বিতরণ করেছে ঈদগাঁও উপজেলা বিএনপি পরিবার।
সোম ও মঙ্গলবার ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনির নেতৃত্বে উপজেলার জালালাবাদ ও পোকখালী ইউনিয়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সালাম, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জকরিয়া, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার উদ্দিন বাবুল, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন সিরাজুল মজিদ, পোকখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, ঈদগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন, সাদেক, তৌহিদ, বিএনপি নেতা নুরুল হাকিম, তৌহিদুল ইসলাম শাহীন, মোঃ শফি, শামসুল আলম, মোবারক, যুবদলের সেল্টু, রাশেদ, ইউসুফ, সাইফুদ্দিন, ইউনুস, জাহেদসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।