ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকছড়িতে শিল্পপতি হাফিজ আহমদের উদ্যোগে সোলার প্যানেল বিতরণ

আলমগীর হোসেন, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার কালাপানি গ্যাসফিল্ড এলাকার কৃতিসন্তান শিল্পপতি মোঃ হাফিজ আহমদের অর্থায়নে যোগ্যাছোলা ইউনিয়নের ৪টি মসজিদ ও একটি বৌদ্ধমন্দিরে সোলার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪ টায় ওই শিল্পপতির বাড়িতে ৫টি সৌরবিদ্যুত মসজিদ ও মন্দিরে বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার কসম রায় ত্রিপুরা, বিভিন্ন সমজিদ সভাপতি ও তিনটহরী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলী আশ্রাফ, তিনটহরী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ বাবুল হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন।