ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

একযোগে ১৬ ডিআইজিকে বদলি

সিএনএনবাংলা ডেস্ক:

বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এরমধ্যে বরিশাল ও রাজশাহী রেঞ্জ ছাড়াও ঢাকা ও খুলনা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারাও রয়েছেন।

 

রোববার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে ওই প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪