ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি

সিএনএন বাংলা২৪ ডেস্ক:

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে কক্সবাজারে মঙ্গলবার (১ আগষ্ট) থেকে মাসব্যাপী কর্মসূচি পালন করছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

 

জেলা আওয়াওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার ভোরে শহরের লালদিঘীর পাড় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে। সকালে কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অপরদিকে, রাত ১২টা ১ মিনিটে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেছে জেলা ছাত্রলীগ। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে উপজেলা আওয়ামী লীগ।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪