ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পেকুয়ায় বজ্রপাতে লবণশ্রমিকের মৃত্যু

পেকুয়া উপজেলা প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়ায় লবণ বহন শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জুনাইদ (২৩) প্রকাশ ভুট্টা নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

৩১ জুলাই (সোমবার) দুপুর আড়াইটার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ভেলোয়ারপাড়ায় এ ঘটনা ঘটে। জুনাইদ একই এলাকার মো.বাদশাহর ছেলে।

 

স্থানীয় ইউপি সদস্য জমির উদ্দিন বলেন, জুনাইদ একজন লবণ বহন শ্রমিক। দুপুরে শ্রমিকের কাজ শেষে নৌকা চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বজ্রপাতসহ বৃষ্টি পড়ছিল। বজ্রপাতে নৌকার ওপর তার মৃত্যু হয়। এসময় নৌকায় জুনাইদ একাই ছিলেন। তিনি এক সন্তানের জনক।

 

ইউপির চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তিনি গরীর লোক। লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪