ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাঁওতে হিটস্ট্রোকে কুরআনে হাফেজের মৃত্যু

সেলিম উদ্দীন, ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে হাফেজ মনির উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি হিটস্ট্রোকে মারা গেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

মৃত হাফেজ মনির উদ্দিন জালালাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পালাকাটা এলাকার মৃত ইলিয়াসের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রাতে সবার সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মনির। সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে বুকের ব্যথা অনুভব করার কথা জানালে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসার মুহূর্তে তার মৃত্যু হয়।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মোবারক হোসেন ফরাজী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাফেজ মনির উদ্দিন সুস্থ-স্বাভাবিক মানুষ ছিলেন। সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে হিটস্ট্রোকেই তার মৃত্যু হয়েছে।

এদিকে স্থানীয় হাসপাতালের চিকিৎসক ডা. ইউছুফ আলী বলেন, হার্ট অ্যাটাকে মনির উদ্দিনের মৃত্যু হয়েছে।