ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে সাংবাদিক পুত্র

কামাল হোসেন আজাদ,কক্সবাজার:

কক্সবাজার সংবাদদাতা: গতকাল শুক্রবার প্রকাশিত এসএসসি-২০২৩ পরীক্ষার ফলাফলে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে সাংবাদিক পুত্র কামরুল আজম মুজাহিদ। সে রাজধানী ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে এসএসসিতে কৃতীত্বের সাথে উত্তীর্ণ হয়।

মেধাবি শিক্ষার্থী কামরুল আজম দৈনিক সংগ্রাম পত্রিকার কক্সবাজার জেলা সংবাদদাতা জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের স্থায়ী সদস্য সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদের ছোট ছেলে।
কামরুল ১১ভাই-বোনের মধ্যে সবার ছোট। সে চকরিয়া বিনামারা এজহারুল উলুম দাখিল মাদরাসা হতে ২০১৭সালে পিইসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। সংস্কৃতিমনা মেধাবি এ শিক্ষার্থী গান, কবিতা ও অভিনয়সহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে কৃতীত্বের সাক্ষর রাখে।

এদিকে মেধাবি শিক্ষার্থী কামরুল আজমের পিতা সাংবাদিক কামাল হোসেন আজাদ মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করে জানিয়েছেন, তার অসাধারণ এ কৃতীত্বের পেছনে সবচেয়ে বেশি ভ‚মিকা রেখেছে মা, ছোটমামা (রয়েল পাবলিকেশনের চেয়ারম্যান ডাঃ নুরুল ইসলাম), শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ভাই-বোন ও তার ভাবিরা। তিনি তার ছেলে কামরুলের সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলের নিকট আন্তরিক দোয়া কামনা করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট