ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে অপহরণের শিকার ৩ জন মুক্ত

কক্সবাজার অফিস :

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে একই পরিবারের অপহৃত তিনজনকে উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত ৩টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোছনী এলাকা থেকে অপহরণ করা হয় ওই তিনজনকে।

পরে বৃহস্পতিবার (২ মে) ভোর থেকে পুরো পাহাড় ঘিরে শত শত এলাকাবাসী ও পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে। এসময় সকাল ১০টার দিকে পাহাড় থেকে উদ্ধার করা হয় অপহৃত ওই তিনজনকে।

অপহৃতরা হলেন, হ্নীলা ইউনিয়নের মোছনী গ্রামের আশরাফ জামানের ছেলে মির আহমদ (৬০) ও হাবিবুর রহমান (৫৫), এবং হাবিবুর রহমানের ছেলে নুর ফয়েজ (১৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি।

জানা গেছে, মোছনী গ্রামের মির আহমদ, হাবিবুর রহমান ও তার শিশু ছেলে নুর ফয়েজ মোছনী রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে পাহাড়ের পাদদেশে ধানক্ষেত পাহারা দিচ্ছিলেন। পরে ভোর রাত ৩টার দিকে দুর্বৃত্তরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। খবর পেয়ে বিক্ষুব্ধ শত শত এলাকাবাসী পুরো পাহাড় ঘিরে লাঠি হাতে অভিযান শুরু করে। পুলিশও ঘটনাস্থলে আসার এক পর্যায়ে অপহরণকারি চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে সকাল ১০টার দিকে অপহৃত ওই ৩ জনকে উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গণি জানান, অপহরণের বিষয়টি জেনে পুলিশের সাথে অভিযানে যোগ দেন এলাকাবাসীও। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় অপহরণের শিকার তিনজনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে অপহরণকারীরা।