ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারে ১০দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি ” এ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে বৃক্ষমেলা শুরু হয়েছে।

 

অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি।

বক্তব্য রাখেন আশেক উল্লাহ রফিক এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

রবিবার (২৩ জুলাই) সকালে প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। এ সময় পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম উপস্থিত ছিলেন। আগামী ১ আগস্ট পর্যন্ত এ মেলা চলবে।  বৃক্ষ মেলায় ৩৫টি ষ্টল অংশগ্রহণ করছে।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪