ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩০ জুলাই আওয়ামী লীগের বর্ধিত সভা

সিএনএন বাংলা ডেস্ক:

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন-আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বৃহস্পতিবার (২০ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠি তে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ৩০ জুলাই গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর, উপজেলা থানা ও জেলা শহরে অবস্থিত পৌর আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সদস্য বৃন্দ, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী ও ভ্রাতৃ প্রতি সংগঠনগুলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন।

চিঠিতে আরো জানানো হয়, জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদেরকে তাদের অধীন উল্লেখিত নেতৃবৃন্দের নামের তালিকা যৌথ স্বাক্ষরে আগামী ২৬ জুলাই এর মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে। একইসঙ্গে বর্ধিত সভায় সবাইকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকার সাংগঠনিক নির্দেশনা দেয়া হয়েছে।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪