ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার সদরের খরুলিয়া হতে ইয়াবা ট্যাবলেটসহ নারী আটক

নুর মোহাম্মদ:

কক্সবাজারের সদর থানাধীন খরুলিয়ায় অভিযান পরিচালনা করে কহিনুর আক্তার (৩৫) একজন মহিলা মাদক কারবারী গ্রেফতার করেছেন র‌্যাব-১৫। এসময় তার কাছ থেকে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। বুধবার (১৯ জুলাই) দুপুর ১ টায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খুরুলিয়া নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পালানের চেষ্টাকালে কহিনুর আক্তার নামে একজন মহিলা আটক করা হয়। পরবর্তীতে তার সাথে থাকা শফিং ব্যাগ তল্লাশী করে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রি করে আসছে।

ধৃত মহিলা রামু উপজেলার তেচ্ছিপুল এলাকার নুরুল আলমের স্ত্রী। সে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত বলে বিজ্ঞাসাবাদে স্বীকার করে। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।