ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়ায় ওষুধ বিক্রেতাকে কুপিয়ে হত্যা

রিপোর্ট: এস.এম জয়, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলায় গোলাম রব্বানী নামে এক ওষুধ বিক্রেতাকে ফাঁকা রাস্তায় মোটর সাইকেলের উপর কুপিয়ে হত্যা করা হয়েছে।

 

নিহত গোলাম রব্বানী উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের সাইফুল ইসলামের পুত্র।

শুক্রবার দুপুর ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে উপজেলার নাংলু গ্রামের ফাঁকা রাস্তায় প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে আহত করে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রব্বানী মোটর সাইকেলে চড়ে দীর্ঘদিন ধরে গ্রামে গ্রামে ঘুরে হাঁস-মুরগীর রোগ নিরাময় ও ইঁদুর মারার ওষুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। সেই সুবাদে নাংলু গ্রামের খোরশেদ আলমের ছেলে মশিউর রহমানের স্ত্রীর সাথে গোলাম রব্বানীর পরিচয় হয়। এর সূত্র ধরে মশিউরের স্ত্রীকে কুপ্রস্তাব দেয় গোলাম রব্বানী।

 

এঅবস্থায় ২০২৩ সালের ১৯মে রাত ৯টার দিকে গোলাম রব্বানী ও তার সহযোগী বাবু মিয়া গোসলখানায় প্রবেশ করে মশিউরের স্ত্রীকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় মশিউর রহমান বাদি হয়ে গোলাম রব্বানী ও বাবুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন গোলাম রব্বানী। এক পর্যায়ে ২০২৩ সালের ২৯ জুন দুপুরের দিকে গোলাম রব্বানী ও তার লোকজন মশিউর রহমানকে কুপিয়ে জখম করে।

 

এই ঘটনার জের ধরে ৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে গোলাম রব্বানী কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কুপিয়ে আহত করে রাস্তার পাশে পুকুরের পানিতে ফেলে দেয় মশিউর রহমান ও তার লোকজন। স্বজনরা ঘটনাস্থল তাকে থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম রব্বানীর মৃত্যু হয়।

 

ধুনট থানার ওসি সৈকত হাসান “সিএনএন বাংলা২৪ ” -কে বলেন, দুই পরিবারের মধ্যে বিরোধ রয়েছে। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষর লোকজনের হামলায় আহত গোলাম রব্বানী মারা গেছেন।