মোঃ বজলুর রহমান, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রাজঘাটে ঈদগাঁও নদীতে সাতার কেটে নদী পার হওয়ার সময় উজান থেকে নেমে আসা ঢলের পানিতে আরমান ( ২৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনার ছাবের বাবুর্চির ছেলে।
২ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যা ৭ টার দিকে ঈদগাঁওর ভোমরিয়াঘোনা থেকে রাজ মিস্ত্রীর কাজ শেষ করে ইসলামাবাদের রাজঘাট এলাকার গজালিয়ায় শ্বশুরবাড়িতে যাওয়ার সময় নদী পার হতে গিয়ে ঢলের পানিতে তলিয়ে যান তিনি। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি আরমানের।
রোববার সকাল সাতটার দিকে রামু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শুমেন বড়ুয়ার নেতৃত্বে অভিযান শুরু করে সকাল ৯ টার দিকে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক অতিশ চাকমার নেতৃত্বে আরেকটি ডুবুরি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়। দুপুরের পরে চট্টগ্রাম থেকে আসা স্পেশাল ডুবুরি ইউনিট এসে অতীশ চাকমার নেতৃত্বে আরো জোরালোভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।
রামু ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শুমেন বড়ুয়ার সিএনএন বাংলা’কে বলেন, শনিবারে ঘটনাটি ঘটার পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়েছি। ডুবুরি দল গিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত ঈদগাঁও নদীর রাজঘাটে সারাদিন তল্লাশি চালালেও আরমানের খোঁজ মেলেনি।
সন্ধ্যা হওয়ার কারণে আমরা উদ্ধার অভিযান আপাতত স্থগিত করেছি। নিখোঁজ ব্যক্তির যতক্ষণ খোঁজ মিলবেনা ততক্ষণ আমাদের উদ্ধার কাজ অব্যাহত থাকবে।