মোঃ মাসুদ রানা, চট্টগ্রাম
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে চট্টগ্রামে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অ-১৫) বৃহস্পতিবার (১৮-এপ্রিল) কলেজে মাঠে ক্যাম্পে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) আনোয়ার পাশা। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ কাজল, সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্লাহ মুনিরসহ আরও অন্যান্যরা।
চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলা থেকে বাছাইয়ের মাধ্যমে ১৬ জনের স্কোয়াড চুড়ান্ত করা হয়েছে। অ-১৫ চট্টগ্রাম বিভাগীয় ফুটবল দল ঢাকায় যাত্রা করবে আগামীকাল শুক্রবার (১৯-এপ্রিল)। ২০-এপ্রিল ঢাকা মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে মাঠে শুরু হবে। সিলেট বিভাগের বিপক্ষে খেলবে চট্টগ্রাম বিভাগীয় দল। ঢাকায় অনুষ্ঠিত খেলার মাধ্যমে ৬ জনকে বাছাই করে শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্টে খেলার সুযোগ থাকবে।