ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে জাতীয় শোক দিবস পালিত

মোঃ আমিন উল্লাহ টিপু, চন্দনাইশ

চট্টগ্রামের চন্দনাইশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন মাদ্রাসায় খতমে কুরআন, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার সৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এএস এবতেদায়ী সুন্নিয়া মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা এবং হাশিমপুর মকবুলিয়া কামিল মাদ্রাসায় এসব কর্মসূচি পালিত হয়। আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য, চন্দনাইশ সমিতি চট্টগ্রাম এর ট্রাস্ট চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরীর নিজস্ব উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচি উপলক্ষে সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি বিভিন্ন মাদ্রাসায় মিলাদ ও কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
এসময় কৈয়ুম চৌধুরী বলেন- ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত এবং তার ছেলে আরিফ ও সুকান্তবাবু, মেয়ে বেবি, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।

এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

তিনি আরও বলেন- মূলত: ৭৫ এর ১৫ আগস্ট থেকেই বাংলাদেশে এক বিপরীত ধারার যাত্রা শুরু হয়। বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক শাসনের অনাচারী ইতিহাস রচিত হতে থাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী দুলাল, সাবেক সহ-সভাপতি শওকতুল আলম, উপজেলা যুবলীগ নেতা জাহেদুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক উত্তম বিশ্বাস, স্কুল উপ-বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন সুজন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ চৌধুরী, এম জাহেদ চৌধুরী, চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাইসুল আজাদ জয়, গাছবাড়ীয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, ছাত্রলীগ নেতা জাফর, সাদেক, সাজিব, মিজান, মিরসাদ, মাহমুদ, হিরু, রিয়াজ, আরফাত, এবি নোমান, চৌধূরী কিবরিয়া, তানজিদ হাসান মাহি, কৈয়ুম, আফ্রিদি, তাহমিদ, তাকের, আসিফ প্রমুখ।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪