ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অস্ত্র ও মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়া থেকে অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ একজন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১৫। রবিবার (১৬ জুলাই) র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

 

গ্রেফতারকৃত মো: ওসমান (৩১) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের নলবনিয়া এলাকার সুলতান আহামদের পুত্র।

 

র‌্যাব -১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ওয়ান শুটারগান, ২টি বিদেশী পিস্তল, ১৩ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড খালি কার্তুজ এবং ৪ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করা করে। আটককৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে তার বসত ঘর তল্লাশী করে এসব অবৈধ অস্ত্র, গোলাবারুদসহ মাদকদ্রব্য জব্দ করে।

সে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকান্ডসহ অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য ব্যবসার সাথে সংশ্লিষ্ট বলে র‌্যাবের জিজ্ঞাসা বাদে স্বীকার করে। এব্যপারে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪