ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়লো ৫ দোকান

নিজস্ব প্রতিনিধি,রাঙ্গুনিয়া:

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ার রানিরহাট রাজানগর এলাকায় আগুন লেগে ৫টি দোকান পুড়ে গেছে।

রোববার (১৬ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে সিএনএন বাংলা২৪কে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা কফিল উদ্দীন। তিনি বলেন, রোববার ভোরে রাজানগর এলাকায় আগুন লাগে।

 

মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোর পাঁচটার দিকে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা ৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ৫টি দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪