ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেনীতে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী পালিত

মোঃ আঃ রহিম জয় চৌধুরী, ফেনী:

ফেনীতে উৎসবমূখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে বুূধবার দুপুরে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফেনী জেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে।

 

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয় ফেনীর উপপরিচালক গোলাম মোহাম্মদ কাদের। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পৌর কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন ও উমেদ মজুমদার।

 

উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রশিক শেখর ভৌমিকের পরিচালনায়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট দিলিপ কুমার সাহা।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪