ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডে ছুরিকাঘাত করে ব্যবসায়ীর সর্বস্ব লুট

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডে সংঘবদ্ধ ডাকাতদল উপুর্যুপরি ছুরিকাঘাত করে বশির নামের এক শুটকি ব্যবসায়ীর লক্ষাধিক টাকাসহ সর্বস্ব লুট করে নিয়েছে। সশস্ত্র ডাকাতদলের বেপরোয়া ছুরিকাঘাত ও বেদম মারধরে মারাত্মক আহত বশির আহমদ (৪০) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১০ জুলাই কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের মোস্তাকপাড়ার অদূরে ঝাউবাগান এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটেছে।

শুটকি ব্যবসায়ী বশির আহমদ কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া সংলগ্ন মোস্তাকপাড়ার জাকির হোসেনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বশির আহমদ ওইদিন আমদানির টাকা উত্তোলন করে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মোস্তাকপাড়ার অদূরে ঝাউবাগান এলাকায় পৌঁছলে সশস্ত্র ডাকাতদল হামলে পড়ে। ডাকাতেরা বশিরের নাক, চোখ, মাথায় উপুর্যুপরি ছুরিকাঘাত ও শরীরের বিভিন্নস্থানে ব্যাপক হাতুড়িপেটা ও মারধোর করে। ডাকাতেরা বশিরের পকেটে থাকা ব্যবসার লক্ষাধিক টাকা, মোবাইল ফোন, যাবতীয় ব্যবসার হিসাবের খাতাসহ সর্বস্ব লুটে নেয়।

 

জানা যায়, পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা বশিরকে মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক।

 

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ জানান- ক’দিন আগেও এখানে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এর কিছুদিন আগে বেড়াতে আসা এক নারীকেও হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ওই এলাকায় সন্ধ্যার পরে পুলিশি টহল জোরদার করার দাবি জানান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪