ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে সামাজিক সংগঠন বালুছড়া এর উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদুল ফিতরের খাদ্যসামগ্রী বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে আর্তমানবতার সেবায় নিয়োজিত ইউকেভিত্তিক মানবকল্যাণ সংগঠন বালুছড়া এর উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বানুল মোবারক ও ঈদুল ফিতর উপলক্ষে দুই শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

শনিবার (৬ এপ্রিল) মৌলভীবাজার পৌর শহরতলীর পাগুলিয়া খান এস্টেটে বালুছড়া সংগঠনের সভাপতি শহীদ আলী মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার ছাত্রদলের সাবেক সভাপতি আশিক মোশাররফ। প্রধান আলোচক ছিলেন বালুছড়া সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক তপু তোফায়েল খান।

 

দপ্তর সচিব মিজানুর রহমান রাসেল এর সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণ পূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশ্বজিৎ চৌধুরী মানিক, শেখ রুমেল আহমদ, তোফায়েল আহমদ তুয়েল, এম মুহিবুর রহমান মুহিব, সালাম আহমদ জিতু, সহ-সভাপতি আবু বক্কর তালুকদার, নজরুল ইসলাম, আব্দুর রহমান পারভেজ, মির্জা মনসুর, বশির খান, আনর মিয়া, নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন, সমাজকল্যাণ সচিব এম জুনেদ আহমেদ, স্পন্দন মৌলভীবাজার এর সভাপতি ইহাম মুজাহিদ, বিআইএস এর নির্বাহী পরিচালক আবুল মাসুম রনি, আজীবন সদস্য রাহিদ খান জাকির, রুমেল আহমেদ, জনি আহমেদ, মনু মিয়া প্রমুখ।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক তপু তোফায়েল খান তার বক্তব্যে বলেন,২০১৮ সাল থেকে এ সংগঠনটি সকলের সহযোগিতায় তিলে তিলে গঁড়ে তোলা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরেও সবার মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় এবং সকলের সহযোগিতায় আগামীতেও সবার পাশে থাকার অঙ্গীকার করেন। সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।