ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

মাসুদ রানা,পাবনা প্রতিনিধি:

সারা দেশে তীব্র তাপদাহ, আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে পাবনাসহ এ অঞ্চলের সাধারণ মানুষ। অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে ফসল। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য পাবনায় ঐতিহ্যবাহী এডওয়ার্ড মাঠে সালাতুল ইসতিসকা নামাজ আদায় করা হয়েছে।

 

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় এডওয়ার্ড মাঠে ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচন্ড খরা থেকে মুক্তি পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন এডওয়ার্ড কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ সুফি আহমেদ। এসময় প্রায় ১হাজার মুসল্লীগণ নামাজ আদাই করেন ।