ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্যুরিস্ট পুলিশের কন্ট্রোল রুম উদ্বোধন

সিএনএন বাংলা ডেস্ক :

কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের কন্ট্রোল রুমের যাত্রা শুরু হয়েছে। টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের উদ্যোগে এ নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১৩ জুলাই) উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার জিললুর রহমান। এসময় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সহকারী পুলিশ সুপার শেহরিন আলমসহ রিজিয়নের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলার বিভিন্ন পর্যটন স্পষ্টে আগত পর্যটকদের দ্রুত সময়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে এ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এতে তথ্য প্রত্যাশীরা জরুরী সেবা নং-০১৩২০১৫৯০৮৭ যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সেবা পাবেন বলে জানায় ট্যুরিস্ট পুলিশ কর্তৃপক্ষ।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪