ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগীয় দল

মোঃ মাসুদ রানা, চট্টগ্রাম

 

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ঢাকা মুহাম্মদপুরে শনিবার (৯-মার্চ) শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিভাগীয় দল বরিশাল বিভাগকে (৩-২) গোলে পরাজিত করে সেমি-ফাইনালে উঠেছে।

চট্টগ্রাম বিভাগীয় দলের খেলোয়াড় আব্দুর রহিম ফটিক ৩ গোল করে হ্যাটিক করার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন।

চট্টগ্রাম বিভাগীয় দলের টিম ডিরেক্টর জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশীদ, ম্যানেজার সাইফুল আলম খাঁন, কোচ নুর হোসেন দৌলত খেলোয়াড় দের সাথে আছেন।