ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম:

চট্টগ্রামের চন্দনাইশে আরকান মহাসড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ সেতারা (৩০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।বুধবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা গাছবাড়িয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে চট্টগ্রামগামী যাত্রীবাহী মারসা গাড়িতে তল্লাশি চালিয়ে ওই নারীকে আটক করে।

 

এ সময় পুলিশ বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তার কাছ থেকে টাইট পলিপ্যাকের ভেতর সুকৌশলে লুকানো অবস্থায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। আটককৃত সেতারা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ২৪নং লেদা রোহিঙ্গা ক্যাম্প (বি-ব্লক, রুম নং-৩২৩) এর মৃত আব্দুস শুক্কুরের মেয়ে।

 

ইয়াবাসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন- আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪