ই-পেপার | শনিবার , ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ধর্ষণ মামলায় সায়মুনের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক :

ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত সায়মুন ঈদগাও উপজেলা ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী সিদ্দিক আহমদের  ছেলে।

 

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন এই রায় ঘোষণা করে। একই সঙ্গে তাকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর বদিউল আলম সিকদার জানান, ইসলামপুর নাপিতখালী এলাকার এক শিশু কন্যাকে অপহরণপুর্বক ঢাকার কামরাঙ্গিরচর এলাকার একটি বাসায় আটক করে ধর্ষণ করে।

তিনি আরো জানান ২০১৭ সালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে রাস্তা হতে অতর্কিত মুখ চেপে ধরে সিএনজি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায় এবং আটক করে ভিকটিমকে ৮ মাস ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে আসামিকে পুলিশ আটক করে ও ভিকটিমকে উদ্বার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় কক্সবাজার থানায় মামলা রজু করা হয়।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪