ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার বাস টার্মিনাল হতে হত্যা মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের সদর বাস টার্মিনাল হতে ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ আজিম (৩৪), কে গ্রেফতার করেছে র‌্যাব- ১৫। তিনি একটি হত্যা মামলার পলাতক আসামী। সে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার মনিরুজ্জামান এর পুত্র। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৭ জুলাই) এ তথ্য জানা গেছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর আভিযানিক দল বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ জুলাই। সে দীর্ঘদিন গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করেছিলেন।

উল্লেখ্য, ধৃত আসামীর বিরুদ্ধে কক্সবাজার জেলার সদর মডেল থানায় মামলা নং-২৫। গ্রেফতারকৃত আসামীর পূর্বের মামলায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪