ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির প্রীতি ম্যাচে অনুর্ধ ১৪ টিম জয়ী

ক্রীড়া প্রতিবেদন:

ফুটবল খেলাকে আরো জনপ্রিয় ও তৃনমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং উদীয়মান খেলোয়াড় সৃষ্টির লক্ষে ৩৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব পরিচালিত ” দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির নিয়মিত অনুশীলন সিডিএ বালুর মাঠে চলমান রয়েছে।

এর ধারাবাহিকতায় রোববার (১২ মে) একাডেমির সদস্যদের মধ্যে অনুর্ধ১৩ ও অনুর্ধ ১৪’র প্রীতি ফুটবল ম্যাচে অনুর্ধ-১৪ টিম ট্রাইবেকারে ৪-২ গোলে জয়লাভ করে।
নির্ধারিত সময়ের ৬০ মিনিটে নিহাল ও রিমন গোল করে ১-১ সমতায় ড্র করেছে। ফলে ট্রাইবেকার শুটআউটে অনুর্ধ ১৪‌টিম ৪-২ গোলে জয়লাভ করে।

খেলার শুরুতে উভয় টিমের সাথে পরিচয় বিনিময় করেন একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা,পরিচালক সদস্য মোঃ আবু জাফর বাবু,মোঃ খলিলুর রহমান হাওলাদার। খেলা পরিচালনা করেন উপদেষ্টা কোচ মোঃ আলা উদ্দিন সহকারী ছিলেন মোঃ আমির হোসেন ও‌ মোঃ রবিন।বুধবার বিকেলে একই মাঠে পাইওনিয়ার (১৮) টিমের সাথে অনুর্ধ-১৬টিম ২য়‌ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।