ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফ থানা পুলিশের সফল অভিযানে ১০ কৃষক অপহরণ চক্রের এক সদস্য আটক।

মোঃ আলমগীরআকাশ ,টেকনাফ প্রতিনিধি:

 

কক্সবাজারের টেকনাফে ১০ কৃষক অপহরণ চক্রের অন্যতম সদস্যকে গ্রেপ্তার করেছে থান পুলিশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোররাত সোয়া ৩টারদিকে তাকে গ্রেপ্তার করা হয়।

সে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার বাসিন্দা মৃত আলী হোসেন প্রকাশ পেটুর ছেলে দেলোয়ার হোসেন প্রকাশ দেলু ডাকাত (২৬)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউপির শীলখালী এলাকার মুরার বাসায় অভিযান পরিচালনা করে দেলোয়ার ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। যার টেকনাফ থানার মামলা নং ৫৬

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি বিভিন্ন অপহরণের সাথে সরাসরি নিজের সম্পৃক্ততার কথা ও স্বীকার করেছে এবং অপহরণ চক্রদের আশ্রয়সহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গুরুত্বপূর্ণ তথ্যসহ লোমহর্ষক বর্ণনা দিয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তিনি আরও জানান,ধৃত আসামির বিরুদ্ধে ডাকাতি,অপহরণসহ আরো ৪ টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনি কার্যক্রম শেষে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।