ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপির সহিংসতার পথে হাঁটার প্রয়োজন নেই : আমির খসরু

সিএনএনবাংলা ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জনগণের সমর্থন নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। বিএনপি সহিংসতার পথে হাঁটার প্রয়োজন নেই, জনগণ বিএনপির সঙ্গে আছে। সরকার জনবিচ্ছিন্ন হয়ে নিজেরাই সহিংসতার পথে হাঁটছে।’ মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে গণঅধিকার পরিষদের (নুরপন্থি) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আমির খসরু এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘বুধবার সরকারবিরোধী আন্দোলনে নতুন ডাক দেওয়া হবে। এর মাধ্যমে পুরো জাতিকে একসঙ্গে করে যুগপৎ আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া হবে। সে জন্য ১২ জুলাই যৌথ ঘোষণা দেওয়া হবে। দলগুলো নিজ নিজ জায়গা থেকে এক ঘোষণা দেবেন। এর মাধ্যমে দাবি আদায়ে সফল হবো।’

এ সময় গণঅধিকার পরিষদের (নুর) সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আন্দোলনকে এগিয়ে নেওয়া হবে। আমরাও কর্মসূচি ঘোষণা করবো। আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে সহিংসতায় উসকানি দিচ্ছে।’
বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান নুর।

এর আগে দুপুর ১২টার দিকে গুলশানে গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির বৈঠক শুরু হয়। গত সোমবার দলের আরেক অংশের সঙ্গেও কথা বলেছে বিএনপি।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪