ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

সালেহ আহমদ (স’লিপক):

শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তর শ্রীমঙ্গল আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।

বুধবার (১ মে) সকাল ১০টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম পিপিএম (বার), জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ আসাদ হোসেন মক্কু, শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল কলকারখানা শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুল হাসান।

এছাড়াও মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ জেলার শ্রমিকরা এ সময় উপস্থিত ছিলেন।