ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে এক হাজার গাছের চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক :

নাইক্ষ্যংছড়িতে হাজী, এমএ কালাম ডিগ্রি কলেজ প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। সোমবার (১০ জুলাই ) চারা রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামশুদ্দিন মো. রেজা।

 

সারাদেশে ৫০ হাজার তাল বা স্থানীয় চাহিদার ভিত্তিতে অন্যান্য গাছের চারা রোপনের কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার ইউসিবি ব্যাংক এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিশেষ অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি হাজী এমএ কালাম কলেজের অধ্যক্ষ ও.আ.ম রফিকুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রবীর দেব, ইউসিবি ব্যাংকের কক্সবাজার শাখা ব্যবস্থাপক রাজু আহমেদ, কক্সবাজার শাখার ইউসিবি ব্যংক কর্মকর্তা জসিম উদ্দিন, দিলনেওয়াজ বেগমসহ সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪: