ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩

এমকে আলম চৌধুরী, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ফেরদৌসী আকতার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও তিনজন।

আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌসী আকতার ওই উপজেলার হারবাং স্টেশন পাড়ার রোকন উদ্দিনের স্ত্রী।

আহতরা হলেন- নিহত ফেরদৌসী আকতারের স্বামী রোকন উদ্দিন (৫০), হারবাং উত্তর নুনাছড়ি পাড়ার ছালেহ আহমদের স্ত্রী আছিয়া বেগম (৩৭) ও হারবাং স্টেশন পাড়ার বেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ সামি (৭)। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বরইতলীর পেকুয়া রাস্তার মাথা থেকে যাত্রী নিয়ে পেকুয়া চৌমুহনী যাচ্ছিল সিএনজিচালিত একটি অটোরিকশা। অটোরিকশাটি মহছনিয়া কাটা এলাকায় পৌঁছালে পেকুয়া রাস্তার মাথা থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত ও আরও তিনজন আহত হন।

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা২৪