ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি:

“উচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ হলে দেশে দুর্নীতি কমবে” মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলবীবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট মাহবুবুল আলম শামীম যুক্তরাজ্য সফর শেষে বাংলাদেশে আগমন উপলক্ষ্যে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, শহরের দিল্লী রেষ্টুরেন্ট এর হল রুমে গত ৬ জুলাই। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলবীবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট মাহবুবুল আলম শামীম এর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন দাশ তালুকদার এর যৌত সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হাবিবুর রহমান।

প্রধান বক্তা হিসাবে ছিলেন- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, কেন্দ্রীয় কমিঠি‘র সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দৈনিক ইত্তেফাক, মৌলভীবাজার জেলা প্রতনিধি নজরুল ইসলাম মুহিব, সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস), মৌলভীবাজার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, দীপ্ত নিউজ এর সম্পাদক সিনিয়র সাংবাদিক দুরুদ আহমদ,মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী, এ.বি.এল এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বাংলাদেশ সভাপতি তাওহিদ ইসলাম, আমার ব্যুারো ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলতাফ হোসেন, এডভোকেট. এম এ সামাদ, এডভোকেট মাছুমা সুলতানা, সমাজসেবক মোবাশ্বির আহমদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র সদস্য ও তৃণমূল নারী উদ্যেক্তা সোসাইটি (গ্রাসরুটস) জেলা শাখার সভাপতি শ্যামলী সুত্রধর। বক্তব্য রাখেন- দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলবীবাজার জেলা শাখার সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাংবাদিক ময়নুল ইসলাম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক রোবেনা আক্তার, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান, ধর্ম বিষয়ক সম্পাদক মাও: শরীফ আহমদ, জেলা যুব ফোরামের সভাপতি ইকবাল হোসেন পাবেল, সাধারণ সম্পাদক এম.এ কাইয়ুম সুলতান, জেলা ছাত্র ফোরামের সভাপতি আবু তালেব চৌধুরী, সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী,

সাবেক ছাত্রনেতা শফিকুর রহমান শফিক ( শ্রীমঙ্গল), বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সালা উদ্দিন আহমদ ও বুলবুল আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সহ-সভাপতি জ্যোতিময় চক্রবর্তী, শ্রীমঙ্গল পসবিদ উন্নয়ন সংস্থা‘র সাবেক ব্রাঞ্চ ম্যানেজার মোঃ তোফাজ্জল হোসেন, মনজুরুল আলম, মা ও শিশু হাসপাতালের পরিচালক মোঃ জিল্লুর রহমান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর অর্থ সম্পাদক আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ সামির (স্বাধীন বাংলা টিভি), বিজয় শাহ (দৈনিক অপরাধ কন্ঠ), বাংলা টাইমস এন্ড টিউন মৌলভীবাজার প্রতিনিধি কিবরিয়া আহমদ প্রমুখ। সংবর্ধনা প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলা শাখা ও অঙ্গসংগঠনের সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪