সালেহ আহমদ (স’লিপক), সিলেটঃ
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনারোধে পেশাজীবি গাড়ি চালকদের দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
সোমবার (২৮ আগষ্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
বিআরটিএ মৌলভীবাজারের সহকারী পরিচালক হাবিবুর রহমানের সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তারের উপস্থিতিতে প্রশিক্ষণে জেলার দুই শতাধিক বাস, সিএনজি, প্রাইভেট কার ও মাইক্রোবাস চালক অংশগ্রহণ করেন।
রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বিআরটিএ মৌলভীবাজারের সহকারী পরিচালক হাবিবুর রহমান, পরিদর্শক শেখ আব্দুল ওয়াহিদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুরাদে আলম ও ট্রাফিক ইন্সপেক্টর মারিকুল ইসলাম।