ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ার ডেঙ্গাপাড়া আদর্শ পাঠাগারের মিলাদুন্নবী (সা:)এ সাবেক এমপি সিরাজ : রাসুলের আদর্শ খোদা প্রাপ্তির পূর্বশর্ত

আবদুল হাকিম রানা, পটিয়া:

 

পটিয়ার ডেঙ্গাপাড়া আদর্শ পাঠাগারের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার রাতে ডেঙ্গাপাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ধর্মীয় ভাবগাম্ভীর্য পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাবেক এমপি জাতীয় পাটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী,২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ ভূর্ষি ইউপি চেয়ারম্যান, পটিয়া চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম,।

 

সমাজ সেবক জাকির হোসেন সওদাগরের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন সমাজ সেবক মুহাম্মদ মাহবুবুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবীদ জাহাঙ্গীর আলম সমাজসেবী হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা গাউছিয়া কমিটির যুগ্ম সম্পাদক ও দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন সভাপতি ছালেহ আহমদ হাছান বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: সাখাওয়াত হোসেন হিরো সমাজ হিতৈষী সাইফুল হক চৌধুরী, ইমতিয়াজ চৌধুরী,২য় অধিবেশনের সভাপতিত্ব করেন নাজিম উদ্দিন চৌধুরী হেলান ,এতে বক্তব্য রাখেন শফিউল আলম বাদশা, মেম্বার আহমদ নুর সাগর,মেম্বার শফিকুল ইসলাম চৌধুরী, সমাজসেবী বাচা মিয়া, তকরীর করেন, মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, মুফতি মুহাম্মদ আবদুল আজিজ রেজভী, মাওলানা জালাল আহমদ আল কাদেরী শায়ের মুহাম্মদ মহি উদ্দিন তানভীর প্রমুখ। এতে প্রধান অতিথি সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী বলেন হুজুরে পাক হজরত মুহাম্মদ (সা:) মহান আল্লাহ কর্তৃক সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরুপ প্রেরিত হয়েছিলেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতিক।

 

তিনি বিদায় হজ্বের ভাষনে তার উম্মতদের স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন যে, যেখানে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ সেখানে অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের আমানত হিসেবে থাকবে। কাউকে কোন বিষয়ে জোর কাটানো যাবে না।আজ ও তার উম্মতরা তা প্রতিপালনে প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি সবক্ষেত্রে রাসুলের আদর্শ আদর্শ অনুস্মরণের আহবান জানিয়ে বলেন,রাসুলের আদর্শ হচ্ছে খোদা প্রাপ্তির পূর্ব শর্ত।

 

তিনি ডেঙ্গাপাড়ার ছেলেদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষে তার উদ্যোগে হাই স্কুল প্রতিষ্ঠার কাজ এগিযে নিতে সকলকে এগিযে আসার আহবান জানিয়ে বলেন, এ যুগে তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধন না হলে ভবিষ্যৎ প্রজন্ম সামনে এগিয়ে যেতে পারবে না।তাই পাট্যক্রমিক শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তির সঠিক জ্ঞান অর্জনে সকলকে একযোগে কাজ করতে হবে।

 

তিনি তার পক্ষ থেকে একটি পাঠাগার স্থাপনে সব রকমের সহাযতার আশ্বাস দিয়ে বলেন, অলস বসে সময় পার করার চেয়ে জ্ঞান অর্জনের জন্য আত্ম নিয়োগ করা অনেক।তাৎপর্যবহ।কারণ তা মহান আল্লাহর কাছে ইবাদত হিসেবে গন্য হবে

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪