ই-পেপার | শনিবার , ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা আলিয়ার নতুন অধ্যক্ষ অধ্যাপক আবদুর রশীদ

সিএনএন বাংলা২৪,ডেস্ক:

রাজধানীর বকশি বাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নতুন অধ্যক্ষ হিসেবে অধ্যাপক মাওলানা মুহাম্মাদ আবদুর রশীদকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের (মাদ্রাসা শাখা) উপ-সচিব হাছিনা আক্তারের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী বিসিএস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মুহাম্মাদ আবদুর রশীদকে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া অধ্যক্ষ হিসেবে সরকারি প্রেষণে পদায়ন করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, মুহাম্মাদ আবদুর রশীদ ইতিপূর্বে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার উপাধ্যক্ষ ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: