ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফের পানি বাড়ছে যমুনায়, সিরাজগঞ্জে স্পার বাঁধে ধস

নিজস্ব প্রতিনিধি,সিরাজগঞ্জ:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে যমুনায় ফের পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের কাজিপুর সলিড স্পার বাঁধের অন্তত ৩০ মিটার এলাকা ধসে গেছে। এ বাঁধটি পুরোপুরি ধসে গেলে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে বলে শঙ্কা স্থানীয়দের।

শুক্রবার (৭ জুলাই) সকালে কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাই ১ নম্বর সলিড স্পার বাঁধ এলাকায় এ ধস দেখা দিয়েছে।

এদিকে সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮২ মিটার। এই পয়েন্টে ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে যমুনার পানির ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এদিকে যমুনায় পানি বাড়ার ফলে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তলিয়ে যেতে শুরু করেছে চরাঞ্চলের ফসলি জমি।

 

পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে কাজিপুর উপজেলা রক্ষায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রচেষ্টায় মেঘাই খেয়াঘাট এলাকায় ৩০০ মিটার স্পার বাঁধ নির্মাণ করা হয়। ২০১২ ও ২০১৩ সালে স্পার বাঁধটির মূল অংশের ১৫০ মিটার ধসে যায়। পরে বাঁধটির মাটির অংশটুকু রক্ষায় সিসি ব্লক দিয়ে প্রটেকশন দেওয়া হয়। আজ সকালে সেই স্পার বাঁধটির অংশের ৩০ মিটার নদীগর্ভে বিলীন হওয়ায় হুমকির মুখে পড়েছে কাজিপুর থানা, খাদ্য গুদাম, রেজিস্ট্রি অফিস, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ ভবনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান।

কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব জানান, যমুনা নদীতে গত কয়েকদিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির ফলে আজ সকালে মেঘাই ১ নম্বর সলিড স্পার এলাকায় ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়। এতে মুহূর্তেই স্পার বাঁধের ৩০-৪০ মিটার নদীগর্ভে চলে গেছে।

কাজিপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী অনিক ইসলাম জানান, স্পার বাঁধ ধসে যাওয়ার বিষয়টি জানার পরে তাৎক্ষণিকভাবে আমি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের অবগত করেছি। পাউবোর লোকজন ঘটনাস্থলে পৌঁছেছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, উজানে ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টির কারণে কয়েকদিন ধরেই যমুনার পানি বাড়ছে। এতে চরাঞ্চলের নিম্নভূমিগুলো প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে। আরও দুই থেকে তিন দিন পানি বাড়তে পারে বলে জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, কাজিপুরে স্পার বাঁধ ধসের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। এখন জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা চলছে।

এইচ এম কাদের,সিএনসএন বাংলা২৪: