ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২১

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে ১ জন সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ২১ পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে।

 

 

২৪ জুলাই দিনগত রাত ৩টা হতে ২৫ জুলাই সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি মুহাম্মদ আলমগির চকরিয়া পৌরসভার কোচপাড়ার জাফর আলমের পুত্র। তার বিরুদ্ধে ২০১৭ সালে প্রকাশ্য দিবালোকে চুরির অপরাধে থানায় মামলা হয়। আদালত ওই মামলায় দুই মাসের সশ্রম কারাদন্ড দেন।

ওসি জানান, গ্রেপ্তার অন্য আসামীদের মধ্যে জিআর মামলায় ৯জন ও সিআর মামলার ১১ জন পলাতক আসামি।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪