ই-পেপার | শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

যুবলীগের তিন নেতা কর্মীকে মারধর,মোটরসাইকেলে আগুন

শাহাদাৎ হোসেন (সোহাগ), খাগড়াছড়ি :

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ,মেরুং ইউনিয়ন বেতছড়ি আওয়ামী লীগের পার্টি অফিসে এক জরুরি মিটিং সভা অনুষ্ঠিত হয় শুক্রবার রাত ৭ টার সময়। মিটিং সভা শেষ করে ফিরার পথে কিছু নেতা কর্মী বেলছড়ি এলাকার দিকে রওনা হয়। পিছনে থাকা একটি মোটরসাইকেল নির্দিষ্ট করে বিএনপির কিছু নেতা কর্মীরা অতর্কিত ভাবে হামলা চালায় যুবলীগের ওয়ার্ড সভাপতি ১/ মোঃজসিম(৩২) ২/সাইদুল মিয়া (৩৮) ৩/হাফিজুল হোসেন (২৬) নামে তিন ব্যাক্তির উপর এবং মোটরসাইকেল থেকে নামিয়ে প্রচন্ড মারধর করা হয় তাৎক্ষণিক ভাবে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

 

তাদের চালিত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন ককটেল বিস্ফোরণ করা হয়। ঘটনা স্থান থেকে ৬ টি প্রাথমিক বিস্ফোরক সহ বিভিন্ন লাঠি উদ্ধার করে দীঘিনালা থানা ওসি ( মোহাম্মদ আলী )।ঘটনাস্থল তদন্ত করে জানান, বিএনপি পরিকল্পিত ভাবে এই হামলা চালায় এবং ধারণা করা যায় আগামী ৪৮ ঘন্টা হরতালের পরিকল্পনা নিয়ে এই হামলা চালায় অপরাধীরা । আরো বলেন এই আতর্কিত হামলা, ভাংচুর,মারধর ও গাড়িতে অগ্নি সংযোগ একটি আইনগত অপরাধ এদেরকে চিন্তিত করে আইনের আওতায় আনা হবে।

সিএনএন বাংলা২৪