ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অস্ত্র ও মাদক উদ্ধারে কক্সবাজার জেলা পুলিশের গৌরবময় অর্জন

কোহিনূর হেলাল, কক্সবাজার :

 

২৭ ফেব্রুয়ারি শুরু হওয়া জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানের ফলাফলের ভিত্তিতে সারাদেশের মধ্যে কক্সবাজার জেলা পুলিশ ১ম স্থান এবং মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে সারাদেশের মধ্যে ৩য় স্থান অধিকারের গৌরব অর্জন করে কক্সবাজার জেলা পুলিশ।

 

কক্সবাজার জেলা পুলিশ জেলায় হত্যা ধর্ষণ, অপহরণ, জঙ্গী দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসহ দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে।

 

এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা পুলিশ সারাদেশে সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম।