ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়া আমির ভান্ডারের জশনে জুলুসে লাখো নবীপ্রেমীর ঢল  

আবদুল হাকিম রানা, পটিয়া :

 

পটিয়ায় আমির ভাণ্ডার কমপ্লেক্স ও আমির ভাণ্ডার সংসদের ব্যবস্থাপনায় এবং আমির ভাণ্ডার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সার্বিক সহযোগিতায় ১২ রবিউল আউয়াল বৃহস্পতিবার সকাল ৯ টায় ৪৭তম আজিমুশশান জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (স.) পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । এতে লাখো নবী প্রেমিকের ঢল নামে।

 

নবী করিম (স.) এর সম্মানে আয়োজিত উক্ত নূরানী জশনে জুলুস শেষে আমির ভান্ডার শাহী দরবার ময়দানে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে সভাপতিত্ব করেন আমির ভান্ডার কমপ্লেক্সের সভাপতি পীরে তরিকত্ব শাহসূফি সৈয়দ আলহাজ্ব ফরিদুল আবছার শাহ আল  আমিরী। সঞ্চালনা করেন আমির ভাণ্ডার কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ও জশনে জুলুস উদযাপন কমিটির সদস্য সচিব এম নাসির উদ্দিন। মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত্ব শাহসূফি সৈয়দ তৌহিদ শাহ আমিরী।

 

প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ।

 

উপস্থিত ছিলেন শাহসূফি সৈয়দ মামুনুর রশীদ আমিরী, শাহসূফি করিমুল মোস্তফা আমিরী, শাহসূফি ফখরুদ্দিন শাহ আমিরী, শাহসূফি খায়রুল মোস্তফা আমিরী, শাহসূফি বদরুদ্দোজা আমিরী, সিরাজুল মোস্তফা আমিরী, শাহসূফি আমির হোসাইন আমিরী, শাহসূফি মেহেরাজুল আলম আমিরী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম সাধারণ সম্পাদক এমএনএ নাছির কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, শেখ সাইফুল ইসলাম প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম।

 

এছাড়া ও জুলুসের অগ্রভাগে ছিলেন, জশনে জুলুস পরিভ্রমণ উপ কমিটি আহ্বায়ক ও জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (স.) ২০২৩ যুগ্ম সদস্য সচিব সৈয়দ আসাদুজ্জমান আমিরী তানিম, যোগাযোগ উপকমিটির আহবায়ক ও আমির ভাণ্ডার সংসদের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আমিরী, প্রচার উপ-কমিটির আহ্বায়ক এসএমএকে জাহাঙ্গীর আমিরী ও সদস্য সচিব আব্দুল হাকিম রানা, আপ্যায়ন কমিটির আহবায়ক মহিউদ্দিন আমিরী, সাজসজ্জা উপকমিটির আহব্বায়ক আমির উদ্দিন আমিরী ও সদস্য সচিব আশরাফুজ্জামান আমিরী, অর্থ উপ কমিটির আহ্বায়ক ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, শাহজাদা সায়েম উল্লাহ আমিরী, এতিমখানার সভাপতি আলহাজ্ব মামুন রশিদ শাহ্ আমিরী, করিমুল মোস্তফা আমিরী, কামাল হোসেন আমিরী, আসরার আমিরী, ছর‌ওয়ার কামেল আমিরী, ইয়ার মোহাম্মদ আমিরী একরাম শাহ আমিরী, খলিলুজ্জামান আমিরী, জিয়াউল হোসেন আমিরী, পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার আবুল মুকাররাম ন‌ঈমী, মুহাম্মদ ইদ্রিস , আমির হোসেন, মাহাবুবুল আলম, আমির খসরু খলিল ভান্ডারী, হাজী জিল্লুর রহমান, বিএনসিসি পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক ডা:  আরিফুল ইসলাম, বিজয়, রোকন, নানু, নাদিম, সাংবাদিক কামরুল, ফৌজুল করিম মাস্টার, জাফর আলম, শাহাজাহান, শ্রমিক লীগের সম্পাদক মুহাম্মদ টিপু, আমির ভাণ্ডার কমপ্লেক্স ও আমির ভাণ্ডার সংসদের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগত উপস্থিত ছিলেন।

 

এতে বক্তারা বলেন, রাসেলের আগমনে বিশ্বে শান্তি মানবতা ও পারস্পপরিক সৌহার্দ্য সম্প্রতির নবদিগন্ত সূচিত হয়েছিল। বিশ্বনবী সমগ্র মানব জাতির কাছে মহান আল্লাহর রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। তার আদর্শ অনুস্মরণ করলে সহজেই আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে। তারা বাতেল ফেরকার কুপ্ররোচনার বিরুদ্ধে সকল উম্মতে মোহাম্মদীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

 

এতো দোয়া মিলাদ কেয়াম শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি এবং সমৃদ্ধির কামনা করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪