ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে মসজিদ থেকে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজার অফিস :

কক্সবাজারের-টেকনাফে মসজিদের বারান্দায় গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ার উম্মে হামজা জামে মসজিদ বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের প্রবাসী আহমদের পুত্র আবদুল্লাহ (৩৫)।

জানা যায়, সোমবার মসজিদে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করতে গিয়ে দেখতে পায় মসজিদের বারান্দায় লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগানো এক ব্যক্তির ঝুলন্ত লাশ। পরে মুসল্লিরা ঘটনাটি স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) শাহাদাত সিরাজী বলেন, স্থানীয়ভাবে তথ্য পেয়ে আবদুল্লাহ নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, মৃত যুবক দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক ভারসম্যহীনভাবে চলাফেরা করতেন এবং মাদকাসক্ত ছিলেন।

থাকা খাওয়ার জন্য তার কোন নির্দিষ্ট স্থান ছিল না। তার পিতা-মাতা ও পূর্ব-পুরুষরা ওই এলাকার বাসিন্দা হলেও তারা দীর্ঘ ৪৫ বছর পূর্বে থেকেই স্বদেশ ছেড়ে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছেন।