ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিআরবিতে পক্ষকাল ব্যাপি বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ এর উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম উত্তর বন বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগ চট্টগ্রামে শুরু হয়েছে পক্ষ কাল ব্যাপি বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩।

সোমবার সকালে নগরীর সিআরবি এলাকায় বর্ণিল র‌্যালী ও আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধূরী।

 

উত্তর বন বিভাগীয় কর্মকর্তা এস এম কায়চারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার সঞ্জয় সরকার, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক আবু রায়হান দোলন, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কবির আহাম্মদ, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ডা. নওশেদ খান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহাম্মদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ।

 

বক্তব্য রাখেন তিলোত্তমা চট্টগ্রামের রাহেলা আবেদীন, চট্টগ্রাম নার্সারী মালিক সমিতির মো. জসিম উদ্দিন।
‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ শিরোনামে আয়োজিত এবারের চট্টগ্রাম বৃক্ষমেলায় ৭০টি নার্সারী ও বৃক্ষ চারা উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এক বছরে সামাজিক বনায়নে ২১ জন মহিলা ও ৫৪ জন পুরুষকে প্রায় এক কোটি টাকার লভ্যাংশের চেক প্রদান করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪