ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ার মেহের আটি হজরত নুরুদ্দিন শাহ দাখিল মাদরাসার একাডেমিক ভবন উদ্বোধন

আবদুল হাকিম রানা, পটিয়া :

চট্টগ্রামের পটিয়ায় মেহেরআটি হজরত নুরুদ্দিন শাহ (র:) দাখিল মাদরাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন শুভ উদ্বোধন করা হয়েছে।

৩ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে নর্মিত এ ভবন প্রধান অতিথি হিসেবে উপস্থিত উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জামাল ছাত্তার মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জমান চৌধুরী, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদুল হক, দাতা সদস্য নুরুল ইসলাম চৌধুরী মেম্বার, মাদারাসা সুপার মাওলানা হাফেজ আহমদ আল কাদেরী, কমিটির সদস্য জামাল উদ্দিন, আবদুল হামিদ, সাবেক সদস্য শামসুল আলম, মাহবুব চৌধুরী বাবুল, শিক্ষকদের মধ্যে আবুল কাসেম, নুর মোহাম্মদ, জমির উদ্দিন প্রমুখ।

এতে হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, শেখ হাসিনার সরকার বিগত তিন মেয়াদে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করে ইতিহাস সৃষ্টি করেছেন । যা স্বাধীনতার পরে কোন সরকার করতে পারেনি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পটিয়ায় এ সময়কালে সাড়ে ৬ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। আরো ২ হাজার কোটি টাকার উন্নয়ন চলমান আছে।এর মধ্যে পটিয়ার সব শিক্ষা প্রতিষ্টানে ভবন সহ অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। তিনি এর সুফল পেতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা মার্কাকে বিজয়ী করার আহবান জানান।