ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুতুবদিয়ায় ব্যারিস্টার হানিফ জয়ী, জেলা আ’লীগ সভাপতির জামানত বাজেয়াপ্ত!

কক্সবাজার অফিস :

কক্সবাজারের কুতুবদিয়ায় চাচাকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম। এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উড়োজাহাজ প্রতীকের প্রার্থী সাংবাদিক আকবর খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলসি প্রতীকের প্রার্থী হাসিনা আকতার বিউটি।

বুধবার (৮ মে) ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা সন্ধ্যায় বেসরকারিভাবে এ তিনজনকে বিজয়ী ঘোষণা করেন ।

ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম ঘোড়া প্রতীক নিয়ে ২৭,২৪৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আছহাবউদ্দিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫,৪৩৮ ভোট। ২১,৮১১ ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হন তিনি। এছাড়া আরেক প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩,৯৬৫ ভোট পেয়েছেন।

 

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাঈনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।