ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রংপুরে প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণ

নিজস্ব প্রতিনিধি, রংপুর:

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৫ নং- বড় হযরতপুর ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। এসময় ২৭৫ জন বিভিন্ন ধরণের শারীরিক প্রতিবন্ধী নারী, শিশু ও ব্যক্তি তাদের প্রতিবন্ধী ভাতার বই গ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন- বড়-হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া ও ইউপি সদস্যরা।

 

বুধবার (৫ জুলাই) দিনব্যাপি ইউনিয়ন পরিষদ চত্বরে ভাতা প্রাপ্তদের মাঝে এসব বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড় হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মিয়া। ইউপি সদস্য ও সাংবাদিক রেজাউল করিম লাভলু, ইউপি সদস্য কফিল উদ্দিন, রেজাউল ইসলাম, আব্দুল মালেক, মোফাজ্জল হোসেন মোফা, হারুন অর রশিদ হিরু, জোয়াদ আলী টিটু, নারী সদস্য পারভীন, রিক্তা, সেব রানীসহ স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সূধীজন উপস্থিত ছিলেন।

আব্দুল মতিন মিয়া বলেন, কার্ড নিতে কাউকে একটি টাকাও দিতে হবে না। পরিষদের সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

ভাতাভোগী ব্যক্তি এবং তাদের স্বজনেরা জানান, প্রতিবন্ধী ভাতার বই পেয়ে তারা মহাখুশি। প্রতিবন্ধী ভাতা পেলে তাদের কষ্ট লাঘব হবে। এই টাকায় তাদের লেখাপড়া এবং চিকিৎসা চালাতে কিছুটা হলেও সহায়ক হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: