ই-পেপার | মঙ্গলবার , ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু, স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় আবদুল্লাহ আল মামুন (২৫) নামের এক শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে।বুধবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে থানার ডিসি রোড মিয়ার বাপের মসজিদ এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আবদুল্লাহ আল মামুনের মাথায় এবং গোপনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী তানিয়া সোলতানাকে আটক করা হয়েছে।

 

আবদুল্লাহ আল মামুনের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া এলাকায়। তিনি নগরের ডিসি রোড মিয়ার বাপের মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মামুন চট্টগ্রাম আদালতের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন।

 

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের  বলেন, ময়নাতদন্তের জন্য মৃতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রয়েছে। তার শরীরের দুই স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।