ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ড কুমিরায় বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

মোঃ মাসুদ রানা, চট্টগ্রাম

চট্টগ্রাম সীতাকুণ্ড কুমিরা ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ রবিবার (১৭-মার্চ) সকাল ১০টায় যথাযথ মর্যাদায় উদযাপন করে। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ও মসজিদ্দা উচ্চ বিদ্যালয় এর হল রুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশিদ আহমেদ মেম্বার,

 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ হোসেন চৌধুরী,

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জিয়াউদ্দিন রাজু, যুবরত্ন, সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা, আব্দুর নুর তুষার, আতিকুল ইসলাম আতিক, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান মিলকি, ও ইউপি সদস্যসহ প্রমুখ।