ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শিক্ষার্থীর

পেকুয়া উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় বিদ্যুতস্পর্শে প্রাণ হারালো নিরব দাস (১৫) নামে এক শিক্ষার্থীর। নিজ বাড়িতে বাল্ব লাগাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় সে।

১৯ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের বিদ্যুৎ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব দাস বড়ঘোপ ইউনিয়নের জেলে পাড়া এলাকার শীতল দাসের ছেলে ও কুতুবদিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজনরা জানায়, সকালে নিজ বাড়িতে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুতস্পর্শ হন নিরব দাস। স্থানীয় লোকজন নিরব দাসকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) কানন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো পর্যন্ত কারো কাছ থেকে লিখিত অভিযোগ পায়নি। পরিবারের সাথে কথা বলে লাশ দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪