ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশনে কোনো নির্বাচন হবে না : রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশনে এবার কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (০৪ জুলাই) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ওবায়দুল কাদের যাই বলুন না কেন, সশস্ত্র শক্তি প্রয়োগ করে আর ক্ষমতায় যাওয়া যাবে না। দেশের জনগণ ও বিশ্ববাসীর কাছে এটা স্বীকৃত যে, অবৈধ সরকার গোটা দেশ অবৈধভাবে দখল করেছে। দেশটি আওয়ামী নেতাদের বাপ-দাদার জমিদারি নয়। তারা আক্রমণাত্মক ভাষায় শিষ্টাচার ও বিনয়কে বিদায় দিয়েছে। যখন যা ইচ্ছা সেটা করবেন ও বলবেন সেই দিন শেষ হয়ে আসছে।

ঈদের আগে ও পরে বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার তথ্য তুলে ধরে তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা নিজ নিজ এলাকায় আধিপত্য বিস্তারের জন্য সশস্ত্র সহিংসতায় এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করেছে। বিরোধী দলের অস্তিত্ব মুছে দেওয়ার জন্য মনে হয় তারা শপথ করে মাঠে নেমেছে।

এই বিএনপি নেতা বলেন, গত ১ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বিএনপি নেতা হারুন শেখ, আওলাদ শেখ ও ছাত্রদল সহ-সভাপতি ওমর ফারুকসহ ১৪ জনকে অজ্ঞাত আসামি করে মোট চারটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে। গত ২ জুলাই রাত ৮টায় জাসদ ও আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল হোসাইন সোহাগ গুরুতর আহত হয়। এভাবে সারাদেশে সরকার দলীয় বাহিনীর হাতে আহত হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীরা।

 

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: